ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের তরুণ পাকিস্তানে তেহরিক-ই-তালেবানির হয়ে যুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২৮৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২৯ বছর বয়সী রতন ঢালী পাকিস্তানে তেহরিক-ই-তালেবানির (টিটিপি) হয়ে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিটের বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিটিসি কর্মকর্তারা জানান, রতন ঢালী এবং আরেক বাংলাদেশি ফয়সাল হোসেন (২২) ২৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হন। দুই তরুণ গত বছরের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান, যেখানে তারা টিটিপিতে যোগ দেন।

রতন ঢালী ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। তার পরিবারকে তিনি শেষবার ২০২৪ সালের ১০ এপ্রিল ভারতে থাকার কথা জানিয়ে যোগাযোগ করেছিলেন। পরে আর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

রতনের বাবা আনোয়ার ঢালী জানান, ছেলে দুই বছর আগে গ্রামের বাড়ি থেকে সব কাগজপত্র নিয়ে যায় এবং দুবাই যাওয়ার কথা বলে। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ২৭ এপ্রিল পাকিস্তানে টিটিপি-র ৫৪ যোদ্ধা নিহত হওয়ার পর তদন্তে রতন ও ফয়সালের নাম ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জের তরুণ পাকিস্তানে তেহরিক-ই-তালেবানির হয়ে যুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২৯ বছর বয়সী রতন ঢালী পাকিস্তানে তেহরিক-ই-তালেবানির (টিটিপি) হয়ে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিটের বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিটিসি কর্মকর্তারা জানান, রতন ঢালী এবং আরেক বাংলাদেশি ফয়সাল হোসেন (২২) ২৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হন। দুই তরুণ গত বছরের ২৭ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান, যেখানে তারা টিটিপিতে যোগ দেন।

রতন ঢালী ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। তার পরিবারকে তিনি শেষবার ২০২৪ সালের ১০ এপ্রিল ভারতে থাকার কথা জানিয়ে যোগাযোগ করেছিলেন। পরে আর পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।

রতনের বাবা আনোয়ার ঢালী জানান, ছেলে দুই বছর আগে গ্রামের বাড়ি থেকে সব কাগজপত্র নিয়ে যায় এবং দুবাই যাওয়ার কথা বলে। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ২৭ এপ্রিল পাকিস্তানে টিটিপি-র ৫৪ যোদ্ধা নিহত হওয়ার পর তদন্তে রতন ও ফয়সালের নাম ধরা পড়ে।