গেন্ডারিয়া আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম উচ্ছেদ করল রাজউক

- Update Time : ০৭:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ২৫৫ Time View
রাজধানীর গেন্ডারি সিটি ট্রেড সেন্টার ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান চালিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৭/২) গেন্ডারিয়া সিটি ট্রেড সেন্টারে রাজউক নকশা ব্যতিরেকে ভবন নির্মাণ করারসহ গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে দোকান তৈরি করায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
রাজউক থেকে কয়েকবার লিখিতভাবে জানানোর পরেও ভবন মালিক আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিলেন।
বহুতল ভবনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করাসহ ভবনের আংশিক ভেঙে ফেলা হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ভবনের ব্যবসায়ীরা জানান, ভবন মালিক রাজউক থেকে লিখিত নোটিশ পাওয়ার পরেও আমরা ভবন ভাড়াটিয়া কিন্তু আমাদেরকে এই বিষয়ে কিছুই জানাননি।
রাজউকের অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার আব্দুল রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক মোঃ কামাল হোসেন, ইমারত পরিদর্শক সাহিদা শারমিন, সোহাগ মিয়া, জয়নাল আবেদীন, বিটু মন্ডলসহ রাজউকের অন্য কর্মকর্তারা।