গুচ্ছ থেকে বের হতে কুবি প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম

- Update Time : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৫১ Time View
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই আল্টিমেটাম ঘোষণা দেন তারা৷ ৭২ ঘন্টার মধ্যে গুচ্ছ পদ্ধতি থেকে বের না হলে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সঙ্গে কথা বলেন। এসময় তারা উপাচার্যের কাছে ‘আশানুরূপ আশ্বাস’ না পেয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং গুচ্ছবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরবর্তীতে সেখান থেকেই আলটিমেটাম ঘোষণা করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন “গুচ্ছ পদ্ধতির মতো হাস্যকর একটা বিষয় নিয়ে আমাদের বারবার এভাবে দাঁড়াতে হচ্ছে, এটা লজ্জাজনক।”
তিনি বর্তমান সরকারের উপদেষ্টামণ্ডলীকে হুশিয়ারি দিয়ে বলেন “বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে গুচ্ছ পদ্ধতি বহাল রেখে যদি আপনারা জটিল পরিস্থতির সৃষ্টি করতে চান আমরা আপনাদেরকে রূখে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। সর্বোপরি আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বছর থেকে অর্থাৎ ২০২৪-২৫ সেশন থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাবে।”
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী পাবেল রানা বলেন “গুচ্ছ স্বৈরাচারী হাসিনার বন্দোবস্ত। এই স্বৈরাচারীর বানানো গুচ্ছে আমরা থাকবো না। কোন বিশ্ববিদ্যালয় থাকলো অথবা কারা থাকলো না এতে আমাদের কিছু আসে যায় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আমাদের সাথে আছেন। আমরা একদম স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা হবে সেটা অবশ্যই গুচ্ছ মুক্ত হতে হবে”
ইংরেজিতে বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির বলেন, “গুচ্ছের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত হতে চাই। আমরা চাই না গুচ্ছে যাতাকলে পড়ে কোনো শিক্ষার্থীর এক বছর নষ্ট হোক এবং কোনো সিট খালি না থাকুক। বিশ্ববিদ্যালয় যেন তার স্বতন্ত্র বৈশিষ্ট্যে ফিরে যেতে পারে। উপদেষ্টামণ্ডলীকে আমরা বলতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আপনারা প্রশাসনে এসেছেন, তাই শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ থেকে মুক্ত করুন।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী গণমাধ্যমে জানান, গুচ্ছ পদ্ধতিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিবে। এর ফলে বিশ্ববিদ্যালয় জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেয়। এছাড়া গত ৫ জানুয়ারি সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতি এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও সমন্বয়করা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়