গুগল ফটোসে তৈরি করুন নিজের মিম
- Update Time : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২২০ Time View
নিজের ছবি দিয়ে সহজে বানানো যাবে মিম, জুড়ে দেওয়া যাবে নিজের পছন্দের কথা আর অভিব্যক্তি।
কিছুদিন আগেও এসবের জন্য অনেক ফটো এডিটিং সফটওয়্যার বা অ্যাপের প্রয়োজন ছিল। এবার এই সুবিধা পাওয়া যাবে গুগল ফটোস থেকেই।
মি মিম নামে একটা অপশন চালু করতে চলেছে গুগল ফটোস। যেখানে এই প্ল্যাটফর্মে আপলোড হওয়া ছবির মধ্য থেকে যে কোনো ছবি বেছে নেওয়া যাবে মিম তৈরির জন্য। মিমের অনেক টেমপ্লেট থেকে পছন্দমতো মডেল নির্বাচন করে ইচ্ছামতো পার্সোনালাইজ করে নিলেই তাৎক্ষণিক মিম বানিয়ে ফেলবে নতুন এআই মিম জেনারেটর।
মূলত জেনারেটিভ এআই প্রযুক্তি কাজে লাগিয়ে এমনটা করার প্রচেষ্টা হয়েছে। মিমের প্রয়োজনমতো ছবি বদলের সুযোগও থাকবে।
জানা গেছে, গুগল ফটোসের ভি৭.৫১.০ সংস্করণে মিলবে এই সুবিধা। এতে কত টেমপ্লেট থাকবে বা নিজের মতো টেমপ্লেট বানানো যাবে কিনা, সেসব তথ্য গুগল এখনও জানায়নি। এই একই ধরনের সুবিধা পরে গুগলের কি- বোর্ড, অর্থাৎ জি- বোর্ডে কাজে লাগানো হবে।







































































































































































