গাড়ি হামলার অভিযোগে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

- Update Time : ০৯:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৩৮ Time View
ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে সে দেশের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনী বলেছে, নাবলুসের কাছে ওই ফিলিস্তিনি একটি গাড়ি দিয়ে তাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করায় তাকে হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সেবাস্তিয়া শহরে দখলদারদের (ইসরায়েলি) বুলেটের আঘাতে ফাওজি মুখালিফা (১৮) নিহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হওয়া দ্বিতীয় ফিলিস্তিনি তিনি।
সেনাবাহিনী বলেছে, সেনারা উত্তর-পশ্চিম তীরের শহরে ‘গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টার’ জবাব দিয়েছে ‘গাড়িতে থাকা সন্দেহভাজনদের দিকে গুলি চালিয়ে। চালককে হত্যা করা হয়েছে।’ মুখলিফার গাড়িতে থাকা আরেক ‘সন্দেহবাদী’ আহত ও গ্রেপ্তার হয়েছেন বলেও সেনাবাহিনী জানিয়েছে।
পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মারাত্মক ঘটনাটি ঘটল।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল জায়গাটি দখল করে রেখেছে।
এর আগে শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রামাল্লা শহরের কাছে মোহাম্মদ আল-বায়েদের (১৭) মৃত্যুর খবর দিয়েছে। উম্মে সাফা গ্রামে ইসরায়েলি বাহিনীর ছোড়া জীবন্ত বুলেটের আঘাতে বায়েদ মারা যান। ইসরায়েলি সীমান্ত পুলিশ তার বিরুদ্ধে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ এনেছে।
বাহিনীটি একটি বিবৃতিতে বলেছে, একটি ‘হিংসাত্মক গোলযোগ’ শুরু হয়েছিল, ‘সে সময় সন্দেহভাজনরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ও বিস্ফোরক ছুড়েছিল’। এতে একজন নিরাপত্তারক্ষী বোমা নিক্ষেপ করা একজন সন্দেহভাজনকে গুলি চালিয়ে জবাব দেন।
উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত একটি এএফপির তথ্য অনুসারে, এ বছর ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতায় কমপক্ষে ১৯৮ ফিলিস্তিনি, ২৭ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরায়েলের পক্ষে বেশির ভাগ বেসামরিক নাগরিক ও আরব সংখ্যালঘুর তিন সদস্য।
পশ্চিম তীরে প্রায় তিন মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করে।
পাশাপাশি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত বসতিতে বাস করে প্রায় চার লাখ ৯০ হাজার ইসরায়েলি।
সূত্র : এএফপি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়