ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরা মন্দিরে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা

গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডে বিচারমন্ত্রীর পদত্যাগ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ১৮২ Time View

অসতর্কভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরিটাপু কিরি এলান পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেন। খবর এএফপির।

জানা গেছে, বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং গত রোববার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে  সোমবার তিনি পদত্যাগ করেন। দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দেশটির বিচারমন্ত্রী কিরিটাপু কিরি এলান জানিয়েছেন, তিনি তাঁর পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। তবে গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এলান বলেন, ‘গতকালের আমার কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি। আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।’ প্রধানমন্ত্রী হিপকিন্সের বাম সরকারের সময়ে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডে বিচারমন্ত্রীর পদত্যাগ

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

অসতর্কভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরিটাপু কিরি এলান পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করেন। খবর এএফপির।

জানা গেছে, বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং গত রোববার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে  সোমবার তিনি পদত্যাগ করেন। দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দেশটির বিচারমন্ত্রী কিরিটাপু কিরি এলান জানিয়েছেন, তিনি তাঁর পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। তবে গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এলান বলেন, ‘গতকালের আমার কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি। আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।’ প্রধানমন্ত্রী হিপকিন্সের বাম সরকারের সময়ে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।