ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর-৪ আসনে ড. এম এ হাসেম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৮:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম. এ. হাসেম চৌধুরী। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুঠিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চিরন্তন প্রেরণা।

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিধারী এবং দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা শেষে জন্মভূমির টানে কাপাসিয়ায় ফিরে এসেছেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শান্ত কাপাসিয়া আজ হত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন ও ভূমিদস্যুতার মতো ঘটনায় অস্থির।

এসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয় বলেই তিনি জনগণের পাশে দাঁড়াতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, গাজীপুর-৪ আসন শিক্ষা, সততা ও দেশপ্রেমের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতির ধারক, যেখানে সবসময় যোগ্য ও শিক্ষিত নেতৃত্বই নির্বাচিত হয়েছে। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তবে জনগণের স্বার্থই তার কাছে সর্বোচ্চ।

দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সুশাসন, শিক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত। আগামী পাঁচ বছরের রূপকল্প হিসেবে তিনি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষি ও পরিবেশ সুরক্ষা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, যুব কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং পর্যটন ও ঐতিহাসিক স্থাপনা উন্নয়নের প্রতিশ্রতি দেন। তিনি দৃঢ়ভাবে জানান, চরিত্র, শিক্ষা ও সততার সমন্বয়ই তার নেতৃত্বের ভিত্তি এবং টাকা ও পেশিশক্তির রাজনীতির কাছে তিনি নত হবেন না। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আফতাব উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

গাজীপুর-৪ আসনে ড. এম এ হাসেম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৮:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম. এ. হাসেম চৌধুরী। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুঠিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চিরন্তন প্রেরণা।

নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিধারী এবং দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা শেষে জন্মভূমির টানে কাপাসিয়ায় ফিরে এসেছেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শান্ত কাপাসিয়া আজ হত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন ও ভূমিদস্যুতার মতো ঘটনায় অস্থির।

এসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয় বলেই তিনি জনগণের পাশে দাঁড়াতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, গাজীপুর-৪ আসন শিক্ষা, সততা ও দেশপ্রেমের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতির ধারক, যেখানে সবসময় যোগ্য ও শিক্ষিত নেতৃত্বই নির্বাচিত হয়েছে। দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তবে জনগণের স্বার্থই তার কাছে সর্বোচ্চ।

দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সুশাসন, শিক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত। আগামী পাঁচ বছরের রূপকল্প হিসেবে তিনি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষি ও পরিবেশ সুরক্ষা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, যুব কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং পর্যটন ও ঐতিহাসিক স্থাপনা উন্নয়নের প্রতিশ্রতি দেন। তিনি দৃঢ়ভাবে জানান, চরিত্র, শিক্ষা ও সততার সমন্বয়ই তার নেতৃত্বের ভিত্তি এবং টাকা ও পেশিশক্তির রাজনীতির কাছে তিনি নত হবেন না। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আফতাব উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।