গাজীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন বিএনপি নেতা ফয়সাল

- Update Time : ১০:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ২৬৩ Time View
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ১৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কাউন্সিলর হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার এ সিটি করপোরেশন নির্বাচনের শেষ দিন প্রতিদ্বন্ধি প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলে ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফয়সাল।
ফয়সাল আহমেদ সরকার গাজীপুর মহানগরের চান্দনা এলাকার শামসুদ্দিন সরকারের ছেলে। এর আগে দুই বার তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার, নাহিদ চৌধুরী, আব্দুস সোবাহান, লিটন হোসেনসহ মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। পরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ফয়সাল আহমেদ সরকার ছাড়া অন্য তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন ফয়সাল আহমেদ সরকার।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সবশেষ মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল মঙ্গলবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।