গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

- Update Time : ০৪:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১২১ Time View
নানা জল্পনা কল্পনা শেষে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় নোয়াখালী ভবনের হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সেলিম হোসেন উপস্থিত সকলের সামনে এই শপথ বাক্য পাট করান। শপথ গ্রহণ করেন নব নির্বাচিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীল মিয়াসহ নির্বাচিত নেত্রীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আল আমিন, হাজী মজিবুল হক দুলাল, মো: জামাল উদ্দিন, হাজী মো: জহিরুল ইসলাম, আবু সাকের মাছিমপুর কো অপারেটিভ মার্কেটের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর জেলা ট্রাক কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সামশুল হক রানা প্রমূখ।
গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার আগ মূহুর্তে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নির্বাচন কমিশন ফলাফল স্থগিত করেন। পরে পরিস্থিতি শান্ত হলে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেসময় খেজুর গাছ প্রতিকের প্রার্থী তৌহিদুজ্জামান শিমুলকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে ছাতা প্রতিকের সভাপতি প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পুনরায় ভোট গননা হলে আগের ফলাফল বাদ দিয়ে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি হিসেবে নতুন ফলাফল ঘোষণা করা হয়। এতে জটিলতা সৃষ্টি হলে শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে উভয় প্রার্থীর সাথে একাধিক বার আলোচনা করে দ্বিতীয় ফলাফলকে চুড়ান্ত বলে গ্রহন করে শ্রম অধিদপ্তর। পরে সত্যায়িত কপির মাধ্যমে জাহিদুল ইসলামকে সভাপতি করে কমিটি ঘোষনা করা হয়।
নওরোজ/এসএইচ