গাজীপুর উপজেলা শিক্ষক সমিতির ভবন নির্মাণে সহযোগিতা চান শিক্ষকরা

- Update Time : ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৬ Time View
গাজীপুর শহরের বিলাশপুর বটতলা এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির র্নিধারিত সম্পত্তি।
জমি আছে ঘর নেই, যে কারণে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর সদর উপজেলা শাখা কার্যালয়হীন অবস্থায় থাকায় সমিতির কর্মকান্ড পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখিন হচ্ছে। সমিতির বর্তমান কর্মকর্তাগণ তাদের ওই নিজস্ব জমিতে ঘর করার জন্য সরকারি বিভিন্ন মহলের দৃস্টি আকর্ষণ করছেন।
সমিতির বর্তমান কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন- সমিতির নামে জমি থাকলেও গত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বে থাকা শিক্ষকরা সেখানে সমিতির কোন স্থাপনা নির্মাণ করেনি।
তিনি বলেন- তৎকালিন সরকারের নিকট থেকে সমিতির জমিতে স্থাপনা নির্মাণের জন্য দফায় দফায় টাকা বরাদ্দ এনে তারা লুট-পাট করে নিজেদের উদর ভরেছে। তিনি ওই টাকা লুট-পাটকারীদের শাস্তি দাবি করে বর্তমান সরকারের নিকট নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ কামনা করছেন।
জাহাঙ্গীর আলম বলেন- বহু প্রাথমিক শিক্ষক অবসরে গিয়ে সময় কাটানোর জন্য কোথাও কোন সুযোগ পাননি। যদি শিক্ষক সমিতির নিজেদের জমিতে ভবন থাকতো, তা হলে হয়তো অবসর প্রাপ্তরা সময় সুযোগ পেলে ওই ভবনে গিয়ে অন্যান্যদের সাথে নিজেদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কথাবার্তা শেয়ার করতে পারতেন।
জাহাঙ্গীর আলম সরকারের সকলের প্রতি আহবান জানান- অবহেলিত প্রাথমিক শিক্ষকদের দিকে প্রত্যেকেই যেন নজর দেন। যাতে তারা শিক্ষক সমিতির জমিতে নিজস্ব অফিস ভবন নির্মাণ করতে সফল হন।