ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

গাজীপুরে সংসদীয় আসন বৃদ্ধি হওয়ায় জামায়াতে ইসলামীর সন্তোষ প্রকাশ

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৭৪ Time View

গাজীপুরে নতুন ষষ্ঠ সংসদীয় আসন বৃদ্ধি, নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবে গাজীপুরের আসন সংখ্যা পাঁচ থেকে ছয়টিতে উন্নীত হওয়ায় সময়ের দাবি হিসেবে স্বাগত জানিয়েছে গাজীপুর জেলা জামায়াতে ইসলাম।

বুধবার বিকেলে গাজীপুর মহানগর জামাত কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মহানগর জামাতও আনুষ্ঠানিকভাবে শুকরিয়া আদায় করে।

মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টঙ্গী, গাছা ও পুবাইল নিয়ে নতুন আসন সৃষ্টি হওয়া গাজীপুরবাসীর দীর্ঘদিনের ন্যায্য চাহিদার প্রতিফলন। জনসংখ্যার চাপ, ভৌগোলিক বাস্তবতা ও নাগরিক প্রয়োজনের কারণে এটি আরও আগেই হওয়া উচিত ছিল। এই সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিত্ব, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নের গতি এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

এ-সময় উপস্থিত ছিলেন মহানগর জামাতের নায়েবে আমির মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও আজহারুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা আমির এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহ উদ্দিন আইউবী, অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর গণপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, বাসন থানা সাবেক আমির মোঃ রফিকুল ইসলাম, সদর মেট্রো কর্ম পরিষদ সদস্য শরিফুল ইসলাম এনামুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া গাজীপুর জেলা জামাতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর দেশের সবচেয়ে জনবহুল এলাকা। এখানে ১ টি আসন বৃদ্ধির ফলে গাজীপুরের মানুষ উপকৃত হবে। আমরা আসন বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে কমিশন সততা ও আন্তরিকতা দিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

প্রস্তাবিত আসন বিন্যাসঃ

গাজীপুর-১ কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ১–১২ নম্বর ওয়ার্ড
গাজীপুর-২ গাজীপুর সিটির ১৩–৩৩ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ।
গাজীপুর-৩ শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস।

গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন।
গাজীপুর-৫ কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও সাতটি ইউনিয়ন।
গাজীপুর-৬ (নতুন আসন) গাজীপুর সিটির ৩৪–৫৭ নম্বর ওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে সংসদীয় আসন বৃদ্ধি হওয়ায় জামায়াতে ইসলামীর সন্তোষ প্রকাশ

গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

গাজীপুরে নতুন ষষ্ঠ সংসদীয় আসন বৃদ্ধি, নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবে গাজীপুরের আসন সংখ্যা পাঁচ থেকে ছয়টিতে উন্নীত হওয়ায় সময়ের দাবি হিসেবে স্বাগত জানিয়েছে গাজীপুর জেলা জামায়াতে ইসলাম।

বুধবার বিকেলে গাজীপুর মহানগর জামাত কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মহানগর জামাতও আনুষ্ঠানিকভাবে শুকরিয়া আদায় করে।

মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টঙ্গী, গাছা ও পুবাইল নিয়ে নতুন আসন সৃষ্টি হওয়া গাজীপুরবাসীর দীর্ঘদিনের ন্যায্য চাহিদার প্রতিফলন। জনসংখ্যার চাপ, ভৌগোলিক বাস্তবতা ও নাগরিক প্রয়োজনের কারণে এটি আরও আগেই হওয়া উচিত ছিল। এই সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিত্ব, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নের গতি এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

এ-সময় উপস্থিত ছিলেন মহানগর জামাতের নায়েবে আমির মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও আজহারুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা আমির এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহ উদ্দিন আইউবী, অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর গণপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, বাসন থানা সাবেক আমির মোঃ রফিকুল ইসলাম, সদর মেট্রো কর্ম পরিষদ সদস্য শরিফুল ইসলাম এনামুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া গাজীপুর জেলা জামাতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর দেশের সবচেয়ে জনবহুল এলাকা। এখানে ১ টি আসন বৃদ্ধির ফলে গাজীপুরের মানুষ উপকৃত হবে। আমরা আসন বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে কমিশন সততা ও আন্তরিকতা দিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

প্রস্তাবিত আসন বিন্যাসঃ

গাজীপুর-১ কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ১–১২ নম্বর ওয়ার্ড
গাজীপুর-২ গাজীপুর সিটির ১৩–৩৩ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ।
গাজীপুর-৩ শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস।

গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়ন।
গাজীপুর-৫ কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও সাতটি ইউনিয়ন।
গাজীপুর-৬ (নতুন আসন) গাজীপুর সিটির ৩৪–৫৭ নম্বর ওয়ার্ড।