গাজীপুরে শিশু নোমান হত্যায় যুবকের যাবজ্জীবন

- Update Time : ০৪:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৩ Time View
গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যার ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সাজাপ্রাপ্তের নাম বাবু ইসলাম(২২)। এই ঘটনায় অপর আসামি বেকসুর খালাস পেয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাবু ইসলাম দিনাজপুর জেলার কাহারুল থানার গুলিয়ার গ্রামের মৃত আব্দুল জব্বার আলীর ছেলে।
সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভিকটিম শিশু আব্দুল্লাহ আল নোমান বানিয়ারচালাধীন হাজী মোহাম্মদ আলীর পুত্র। শিশু নোমান ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা শিশু নোমানের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে খেলার সাথীদের কাছে জানতে পারে আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে গেছে।
আসামি বাবুকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিশু নোমানকে হত্যা করে তার লাশ স্কুল ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মহানগরের সাতাইস এলাকায় একটি ময়লা স্তুপে ফেলে এসেছে।
পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা হাজী মোহাম্মদ আলী জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন।
এ মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে (২৪৬০/২২) আসামি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজিবুর রহমানকে আদালত খালাস প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়