ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / ১৬ Time View

স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ( ভুমি) তামান্না রহমান । এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী , গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক।

জেলা প্রশাসক বলেন, দালাল তথা মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্মরোধ এবং সহজে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এখানে স্থাপিত বুথ গুলোতে মোবাইল ফোন ব্যবহার করে ভূমি সেবা পেতে প্রয়োজনীয় তথ্য দেয়া হবে।

আয়োজকরা জানান, ৮ থেকে ১৩ জুন ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে। ১১ জুন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কালেক্টরেট স্কুল মাঠে ভূমিসেবা, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশের উপর কুইজ প্রতিযোগিতা এবং ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট ভূমি সেবার উপরে নাট মন্দিরে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

Update Time : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ( ভুমি) তামান্না রহমান । এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী , গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক।

জেলা প্রশাসক বলেন, দালাল তথা মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্মরোধ এবং সহজে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এখানে স্থাপিত বুথ গুলোতে মোবাইল ফোন ব্যবহার করে ভূমি সেবা পেতে প্রয়োজনীয় তথ্য দেয়া হবে।

আয়োজকরা জানান, ৮ থেকে ১৩ জুন ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে। ১১ জুন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কালেক্টরেট স্কুল মাঠে ভূমিসেবা, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশের উপর কুইজ প্রতিযোগিতা এবং ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া স্মার্ট ভূমি সেবার উপরে নাট মন্দিরে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।