ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস

গাজীপুরে ২৫৮ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৫৮০ Time View

গাজীপুরের টঙ্গীতে সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর ৫নং ব্লকের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ২৫৮ জন হতদরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম (কামু), সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী।সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই বায়েজিদ, টঙ্গী পূর্ব থানা, যিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দায়িত্ববোধ ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করেন যে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সাদা ছড়িকে কেবল নিরাপত্তার প্রতীক হিসেবে না দেখিয়ে, দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাচল, আত্মমর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা, জাহিদুল ইসলাম ও আরও অনেকে।

মর্জিনা বলেন, “সাদা ছড়ি পেয়ে আমি নিজে চলাফেরায় অনেক স্বাধীনতা অনুভব করছি। আশা করি আরও বেশি মানুষ আমাদের সাহায্য করবে যাতে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি।”

জাহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। আমরা চাই সমাজের সব মানুষ আমাদের অধিকার সম্পর্কে সচেতন হোক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের হাতে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা ও স্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই আয়োজনটি কেবল উপকারভোগীদের প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সমাজে উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখযোগ্য, বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস প্রতি বছর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, নিরাপত্তা এবং স্বনির্ভর জীবন নিশ্চিতকরণের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়।

Please Share This Post in Your Social Media

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস

গাজীপুরে ২৫৮ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ

মোঃ হানিফ হোসেন, টঙ্গী প্রতিনিধি
Update Time : ০৩:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর ৫নং ব্লকের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ২৫৮ জন হতদরিদ্র ও দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম (কামু), সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী।সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই বায়েজিদ, টঙ্গী পূর্ব থানা, যিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দায়িত্ববোধ ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করেন যে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সাদা ছড়িকে কেবল নিরাপত্তার প্রতীক হিসেবে না দেখিয়ে, দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীন চলাচল, আত্মমর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনা, জাহিদুল ইসলাম ও আরও অনেকে।

মর্জিনা বলেন, “সাদা ছড়ি পেয়ে আমি নিজে চলাফেরায় অনেক স্বাধীনতা অনুভব করছি। আশা করি আরও বেশি মানুষ আমাদের সাহায্য করবে যাতে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি।”

জাহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। আমরা চাই সমাজের সব মানুষ আমাদের অধিকার সম্পর্কে সচেতন হোক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের হাতে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা ও স্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই আয়োজনটি কেবল উপকারভোগীদের প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে সমাজে উদাহরণ স্থাপন করেছে।

উল্লেখযোগ্য, বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস প্রতি বছর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, নিরাপত্তা এবং স্বনির্ভর জীবন নিশ্চিতকরণের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়।