ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ইকরামুল কবির, সম্পাদক সিরাজুল ইসলাম ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক-হেলপার কারাগারে সূর্যের প্রখরতা আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ বিএনপির লক্ষ্য একাত্তর মুছে সাত চল্লিশে ফিরে যাওয়া: শাহরিয়ার কবির  হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির, একই পরিবারের ৬ জন নিহত ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর বাংলাদেশে আশ্রয় নিলো আরও ৪৬ বিজিপি সদস্য মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা মাদক ব্যবসায় বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে সিআইডি বিয়ের মিথ্যে নাটক সাজিয়ে অবৈধ সর্ম্পক স্থাপন, আসামী গ্রেফতার
মানববন্ধনে ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, বিচারের দাবি গ্রামবাসীসহ শিক্ষার্থীদের

আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ১৩৫ Time View

গাজীপুরের শ্রীপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে স্কুল পড়ুয়া ছেলেকে হত্যার অভিযোগে বিচার দাবী করেছে নিহতের বাবা, তার প্রাক্তন সহপাঠি শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী বাজারে মানববন্ধন করে তারা এ বিচার দাবী করে।

নিহত মাহফুজ ফরাজি

নিহত মাহফুজ ফরাজি (১৭) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ফজলুল হক ফরাজির ছেলে। সে স্থানীয় প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুলে “ও লেভেল” শেষ করে স্কলারশীপ নিয়ে কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

মানববন্ধনে নিহতের বাবা অভিযোগ করেন একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ইশতিয়াক আহমেদ তৌফিক তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, “সম্প্রতি তৌফিক তার বাড়িতে বেশি আসত। তাকে নিষেধ করা হলেও সে নিষেধ মানেনি। কোনো আক্রোশের কারণে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর দুর্ঘটনার নাটক সাজিয়েছে সে।”

নিহতের বাবা ফজলুল হক ফরাজি জানান, সোমবার (১৫ মে) মাহফুজ রাতের খাবার শেষে ঘরে বসেছিল। একটি প্রাইভেটকারে তৌফিকসহ তার দুইসহযোগী প্রাইভেটকার নিয়ে বাড়ির গেটে এসে হর্ন দেয়। আমার গাড়ি চালক গাড়ির হর্ন শুনে গেইটে গিয়ে জিজ্ঞিাসা করলে তৌফিকসহ তার সাথে থাকা দুই বন্ধু মাহফুজকে বাড়ির বাইরে আসতে বলে। কিছু সময় পর মাহফুজ সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর মাহফুজকে ফোন দিলে সে তাদের সাথে মাওনা চৌরাস্তায় আছে বলে জানায়।

ওইদিন রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি মাহফুজের মোবাইল ফোন থেকে দুর্ঘটনা সম্পর্কে তার মাকে জানায়। পরে তারা ঘটনাস্থল রাজেন্দ্রপুরে গিয়ে কাউকে খুঁজে পায়নি। মাহফুজকে গুরুতর আহতাবস্থায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে রয়েছে বলে জানতে পারি। অবস্থা গুরুতর হওয়ায় স্বজনেরা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বজনেরা মাহফুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও অভিযোগ করেন, এঘটনার পর শ্রীপুর থানা পুলিশ তার ছেলেকে হত্যার ঘটনায় আইনগত কোন ধরনের সহযোগিতা পাননি। তিনি পুলিশের ভুমিকা নিয়েও মানববন্ধনে অভিযোগ করেন।

মানববন্ধনে নিহতের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের কেউ হত্যা করে থাকে তাহলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, নিহতের ফজলুল হক ফরাজি, মা রুমানা আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অভিযুক্ত তৌফিকের বাবা মোফাজ্জল হোসেন বলেন, “এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে। তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে তার (ছেলের) সঙ্গে কোনো ধরনের কথা বলতে পারিনি। তবে তৌফিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোই মিথ্যা, সাজানো।”

তিনি বলেন, আমার ছেলেও ওই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সড়ক দুর্ঘটনাকে তারা হত্যা বলে প্রচার করছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। যদি আমার ছেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকে বাবা হিসেবে আমিও ছেলের বিচার দাবী করছি।

পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, দুর্ঘটনার ঘটনাস্থল জিএমপি’র সদর থানার রাজেন্দ্রপুর এলাকায়। আইন অনুযায়ী যেখানে ঘটনা সংশ্লিষ্ট থানা এ বিষয়ে তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছেন রাজধানীর শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাম হোসেন খান।

তিনি বলেন, নিহত মাহফুজের কপালের দিকে বড় দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। কপাল এবং ঠোঁটের আঘাত দেখে মনে হয়নি এটা সড়ক দুর্ঘটনায় আঘাতের চিহ্ন।

“আমরা মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি। প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে জানা যাবে।”

এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, “তুলে এনে হত্যা করা হয়েছে এমন ঘটনা জানিয়ে কেউ এখনো থানায় যোগাযোগ করেননি। আমরা দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।”

Please Share This Post in Your Social Media

মানববন্ধনে ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, বিচারের দাবি গ্রামবাসীসহ শিক্ষার্থীদের

Update Time : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

গাজীপুরের শ্রীপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে স্কুল পড়ুয়া ছেলেকে হত্যার অভিযোগে বিচার দাবী করেছে নিহতের বাবা, তার প্রাক্তন সহপাঠি শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী বাজারে মানববন্ধন করে তারা এ বিচার দাবী করে।

নিহত মাহফুজ ফরাজি

নিহত মাহফুজ ফরাজি (১৭) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ফজলুল হক ফরাজির ছেলে। সে স্থানীয় প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুলে “ও লেভেল” শেষ করে স্কলারশীপ নিয়ে কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

মানববন্ধনে নিহতের বাবা অভিযোগ করেন একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ইশতিয়াক আহমেদ তৌফিক তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, “সম্প্রতি তৌফিক তার বাড়িতে বেশি আসত। তাকে নিষেধ করা হলেও সে নিষেধ মানেনি। কোনো আক্রোশের কারণে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর দুর্ঘটনার নাটক সাজিয়েছে সে।”

নিহতের বাবা ফজলুল হক ফরাজি জানান, সোমবার (১৫ মে) মাহফুজ রাতের খাবার শেষে ঘরে বসেছিল। একটি প্রাইভেটকারে তৌফিকসহ তার দুইসহযোগী প্রাইভেটকার নিয়ে বাড়ির গেটে এসে হর্ন দেয়। আমার গাড়ি চালক গাড়ির হর্ন শুনে গেইটে গিয়ে জিজ্ঞিাসা করলে তৌফিকসহ তার সাথে থাকা দুই বন্ধু মাহফুজকে বাড়ির বাইরে আসতে বলে। কিছু সময় পর মাহফুজ সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষন পর মাহফুজকে ফোন দিলে সে তাদের সাথে মাওনা চৌরাস্তায় আছে বলে জানায়।

ওইদিন রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি মাহফুজের মোবাইল ফোন থেকে দুর্ঘটনা সম্পর্কে তার মাকে জানায়। পরে তারা ঘটনাস্থল রাজেন্দ্রপুরে গিয়ে কাউকে খুঁজে পায়নি। মাহফুজকে গুরুতর আহতাবস্থায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে রয়েছে বলে জানতে পারি। অবস্থা গুরুতর হওয়ায় স্বজনেরা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে স্বজনেরা মাহফুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও অভিযোগ করেন, এঘটনার পর শ্রীপুর থানা পুলিশ তার ছেলেকে হত্যার ঘটনায় আইনগত কোন ধরনের সহযোগিতা পাননি। তিনি পুলিশের ভুমিকা নিয়েও মানববন্ধনে অভিযোগ করেন।

মানববন্ধনে নিহতের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের কেউ হত্যা করে থাকে তাহলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, নিহতের ফজলুল হক ফরাজি, মা রুমানা আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অভিযুক্ত তৌফিকের বাবা মোফাজ্জল হোসেন বলেন, “এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে। তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে তার (ছেলের) সঙ্গে কোনো ধরনের কথা বলতে পারিনি। তবে তৌফিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোই মিথ্যা, সাজানো।”

তিনি বলেন, আমার ছেলেও ওই দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সড়ক দুর্ঘটনাকে তারা হত্যা বলে প্রচার করছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। যদি আমার ছেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে থাকে বাবা হিসেবে আমিও ছেলের বিচার দাবী করছি।

পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, দুর্ঘটনার ঘটনাস্থল জিএমপি’র সদর থানার রাজেন্দ্রপুর এলাকায়। আইন অনুযায়ী যেখানে ঘটনা সংশ্লিষ্ট থানা এ বিষয়ে তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছেন রাজধানীর শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাম হোসেন খান।

তিনি বলেন, নিহত মাহফুজের কপালের দিকে বড় দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। কপাল এবং ঠোঁটের আঘাত দেখে মনে হয়নি এটা সড়ক দুর্ঘটনায় আঘাতের চিহ্ন।

“আমরা মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি। প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে জানা যাবে।”

এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, “তুলে এনে হত্যা করা হয়েছে এমন ঘটনা জানিয়ে কেউ এখনো থানায় যোগাযোগ করেননি। আমরা দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।”