ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মাভাবিপ্রবির ক্যাফেটেরিয়ায় ‘আল-আসলামিয়া পর্দা কর্ণার’ চালু সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব : মামুনুল হক সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতির মতবিনিময় সভা জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়ার কথা ছিল তা হয়নি : ছাত্রশিবির সভাপতি ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা বহু বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙন আতঙ্ক আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-২ আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-১

গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে জিসিসি প্রশাসক

গাজীপুর মহানগর প্রতিনিধি
  • Update Time : ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৫৫ Time View

গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি নিহত তুহিনের স্ত্রীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান,এডিসি জেনারেল মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আল আমিন পারভেজ।

এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলীল, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ গাজীপুর সিটির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও গাজীপুরের গণমাধ্যম ব্যক্তিত্বরা।

‎এ সময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম  ৩) এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত¡না দেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকান্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়।

‎তিনি আরও বলেন, “আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো।  এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এসময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে  আদর করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন।

বক্তারা গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎বাবাকে হারিয়ে অবুজ শিশু তৌকির হাসানও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত¡নার কথায় পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।সিটি কর্পোরেশন প্রশাসকের বক্তব্যে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, তুহিনের অসময়ে চলে যাওয়া সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। প্রশাসকের এই সহায়তা শুধু অর্থ নয়, এটি শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।

‎নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমরা সত্যিই বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।

‎এসময় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক গাজীপুরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সত্য লিখনির কারণে তুহিন হত্যার মূল রহস্য উদঘাটন হতে যাচ্ছে।তবে পরিপূর্ণতা লাভে তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার করা জরুরি প্রয়োজন। নতুবা ভিন্ন পথে তদন্ত কার্যক্রম প্রবাহিত করলে আগামী ৭ দিনের সাংবাদিক মহল কর্মসূচিত্র যাবে।

‎গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তুহিন আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের অসহায় পরিবারের পাশে এই সময়ে দাঁড়ানোয় প্রতিদিনের কাগজ পরিবার চিরদিন মনে রাখবে।

অনুষ্ঠান শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বৃহত্তম জয়দেবপুর বাজারে ময়লা ফেলার বিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি সেখানে ফ্লাড লাইটের উদ্বোধন এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়।

বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, রায়হান আল মাহমুদ রানা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খান, সাবেক কাউন্সিলর, হান্নান মিয়া হান্নু প্রমুখ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া প্রশাসক নগরীর বাসন ও গাছা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করেন।

‎উল্লেখ্য, গত ৭ আগষ্ট  মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা নিহতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের এই সহায়তা তুহিনের পরিবারের প্রতি সমাজ ও প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল। সাংবাদিক তুহিন নেই, কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে জিসিসি প্রশাসক

গাজীপুর মহানগর প্রতিনিধি
Update Time : ১১:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি নিহত তুহিনের স্ত্রীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান,এডিসি জেনারেল মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আল আমিন পারভেজ।

এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলীল, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ গাজীপুর সিটির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও গাজীপুরের গণমাধ্যম ব্যক্তিত্বরা।

‎এ সময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম  ৩) এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত¡না দেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকান্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়।

‎তিনি আরও বলেন, “আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো।  এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এসময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে  আদর করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন।

বক্তারা গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎বাবাকে হারিয়ে অবুজ শিশু তৌকির হাসানও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত¡নার কথায় পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে।সিটি কর্পোরেশন প্রশাসকের বক্তব্যে উপস্থিত সবার চোখে ছিল অশ্রু, তুহিনের অসময়ে চলে যাওয়া সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। প্রশাসকের এই সহায়তা শুধু অর্থ নয়, এটি শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।

‎নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমরা সত্যিই বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।

‎এসময় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক গাজীপুরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সত্য লিখনির কারণে তুহিন হত্যার মূল রহস্য উদঘাটন হতে যাচ্ছে।তবে পরিপূর্ণতা লাভে তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার করা জরুরি প্রয়োজন। নতুবা ভিন্ন পথে তদন্ত কার্যক্রম প্রবাহিত করলে আগামী ৭ দিনের সাংবাদিক মহল কর্মসূচিত্র যাবে।

‎গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তুহিন আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের অসহায় পরিবারের পাশে এই সময়ে দাঁড়ানোয় প্রতিদিনের কাগজ পরিবার চিরদিন মনে রাখবে।

অনুষ্ঠান শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বৃহত্তম জয়দেবপুর বাজারে ময়লা ফেলার বিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি সেখানে ফ্লাড লাইটের উদ্বোধন এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়।

বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, রায়হান আল মাহমুদ রানা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খান, সাবেক কাউন্সিলর, হান্নান মিয়া হান্নু প্রমুখ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া প্রশাসক নগরীর বাসন ও গাছা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করেন।

‎উল্লেখ্য, গত ৭ আগষ্ট  মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা নিহতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের এই সহায়তা তুহিনের পরিবারের প্রতি সমাজ ও প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল। সাংবাদিক তুহিন নেই, কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।