গাজীপুরে প্রয়াত আইনজীবীদের স্মরণে শোক র্যালী ও দোয়া মাহফিল

- Update Time : ০৬:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৭৫ Time View
গাজীপুর আইনজীবি সমিতির আয়োজনে আদালত চত্বরে ২০০৫ সালে জঙ্গী বোমা হামলায় নিহত আইনজীবিদের স্বরণে শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর আদালত চত্বরে গাজীপুর আইনজীবি সমিরি ভারপ্রপ্ত সভাপতি মিসেস হাসিনা আক্তার জাহান বিথী এর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীমা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) এ.কিউ.এম নাছির উদ্দীন ও জেলা ও দায়রাজজ (শ্রম আদালত) বেগম মাকসুদা খানম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান খান, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান, চীপ মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক, গাজীপুর জেলা প্রশাসক বেগম নাফিসা আরেফীন প্রমূখ।
সভায় বক্তাগণ ২০০৫ সালে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর জে.এম.বি কর্তৃক বোমা হামলায় নিহত আইনজীবি এডভোকেট আমজাদ হোসেন, মোঃ আনোয়ারুল আজিম, মোঃ গোলাম ফারুক অভি, মোঃ নুরুল হুদা এবং সেবা প্রার্থীসহ ১০জন শহীদ হন এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। এদের সকলের আত্নার মাগফেরাত কামনা করেন ।
উল্লেখ্য, ২০০৫ সালে সারা দেশব্যাপি সিরিজ বোমা হামলা সংঘঠিত হয়েছিল। এত গাজীপুরে সাংবাদিক, পুলিশ ওসাধারণ জনতাও আহত হন। তন্মধ্যে গাজীপুরে কর্মরত বাংলাদেশ সংবাদ সংস্থার গাজীপুর সংবাদদাতা মুহাঃ বেলাল হোসাইন আহত হয়ে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানেও তার হার্টের কাছে একটি স্প্রিন্টার বহন করে মানবেতর জীবন যাপন করছেন। বিগত সরকার গত ২০১১ সালে বাসস থেকে বিনা অজুহাতে তাকে অব্যাহতি প্রদান করে।
নওরোজ/এসএইচ