গাজীপুরে তিন বাসে আগুন
- Update Time : ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২২ Time View
গাজীপুরে মঙ্গলবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনার পর বুধবার ভোরে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মহানগরের ভোগড়া বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি জয়দেবপুর মাঝির খোলা থেকে ঢাকা নিউমার্কেট পথে চলাচল করতো। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। তিনি বলেন, ফায়ার স্টেশনের পাশেই এ ঘটনা। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাসে কোনো মানুষ ছিল না।
এছাড়া, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও সিট পুড়ে গেছে ।
এর আগে গাজীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। পরে তারা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ নামের এক বাসে আগুন লাগে। আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































