গাজীপুরে জাকের পার্টির উদ্যোগে র্যালি ও জনসভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৪৫ Time View
গাজীপুরের টঙ্গী ৪৮নং ওয়ার্ডে আজ সোমবার বিকেল ৪টা সময় জাকের পার্টির সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর জাকের পার্টির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, রফিকুল ইসলাম, মোসা.রাজিয়া সুলতানা, লিমা শিকদারসহ মহানগর জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৩৬ বছরে জাকের পার্টি একটি পরিষ্কার, কলঙ্কমুক্ত ও আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। তারা জানান, জাকের পার্টি দেশের ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এবং একটি সুশিক্ষিত, মানবিক সমাজ গঠনে কাজ করছে।
বক্তারা আরও বলেন, জাকের পার্টি মারামারি, হানাহানি ও অরাজকতার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা আসন্ন নির্বাচনে পবিত্র ‘গোলাপ ফুল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।জনসভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।






































































































































































































