ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগের ফাঁদ’ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া দুই প্রতারক গ্রেপ্তার ফ্যাসিস্টরা জোট হয়ে ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে: মির্জা ফখরুল রংপুরে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ১, আহত ২৫ এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির বাংলাদেশে আর কোনো গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি শহীদ জিয়া-তারেক রহমানের অপমান সহ্য করা হবে না, বিএনপির হুঁশিয়ারি আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রেম: অতপর সেনাবাহিনীর হাতে আটক ট্রেনের ভাড়া ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে জামায়াত ইন্টারনেট শাটডাউন রোধে আইন আসছে : ফয়েজ আহমদ তৈয়্যব
এ পর্যন্ত মৃতের সংখ্যা ২

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৫:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ২৭১ Time View

গাজীপুরের কালিয়াকৈরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে সোলাইমান মোল্লা(৪৫)নামের এক জনের মৃত্যুর পর ১৬ মার্চ শনিবার আরও ১জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি মনসুর আলী আকন্দ(৩৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানার সালদহ পূর্ব পাড়া গ্রামের মৃত আফসার আলী আকন্দর ছেলে। তিনিও পরিবার সহ গাজীপুরে কালিয়াকৈরের তেলীর চালা এলাকায় বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (১৬ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান মোল্লা (৪৫)।

গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন। তার বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে তিনি নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন। বাড়িতে সেটি লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন বাইরে। এ সময়ে আশপাশে থাকা শিশু, নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৪ জন দগ্ধ হন।

এ সময় আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারে ত্রুটি থাকার কারণে গ্যাস বের হতে থাকে। হঠাৎ পাশের চুলা থেকে সিলিন্ডারে আগুন ধরে যায়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ জানান, সিলিন্ডারের লিকেজ থেকেই তাদের শরীরে আগুন ধরে যায়। আহতদের সরকারি সহযোগিতা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এ পর্যন্ত মৃতের সংখ্যা ২

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ০৫:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে সোলাইমান মোল্লা(৪৫)নামের এক জনের মৃত্যুর পর ১৬ মার্চ শনিবার আরও ১জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি মনসুর আলী আকন্দ(৩৫) বগুড়া জেলার শিবগঞ্জ থানার সালদহ পূর্ব পাড়া গ্রামের মৃত আফসার আলী আকন্দর ছেলে। তিনিও পরিবার সহ গাজীপুরে কালিয়াকৈরের তেলীর চালা এলাকায় বাসা ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। এ নিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (১৬ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান মোল্লা (৪৫)।

গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন। তার বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে তিনি নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন। বাড়িতে সেটি লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন বাইরে। এ সময়ে আশপাশে থাকা শিশু, নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৪ জন দগ্ধ হন।

এ সময় আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারে ত্রুটি থাকার কারণে গ্যাস বের হতে থাকে। হঠাৎ পাশের চুলা থেকে সিলিন্ডারে আগুন ধরে যায়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ জানান, সিলিন্ডারের লিকেজ থেকেই তাদের শরীরে আগুন ধরে যায়। আহতদের সরকারি সহযোগিতা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।