গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

- Update Time : ১০:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৭৫ Time View
গাজীপুরের পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে ১৪শত পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগ।
রবিবার রাত নয়টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নজীবপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আয়াতুল আমীন (কনক) (২৯), নারায়গঞ্জের সোনারগাঁও থানার উলুকান্দি গ্রামের মৃত তাইজ উদ্দিনের ছেলে আমান (৩৯), ঢাকার খিলক্ষেত থানার তলনা এলাকার মৃত আবুল কালামের ছেলে সেলিম (৩০) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামসোনা গ্রামের সেলিম মিয়ার ছেলে রূপচান মিয়া (মুসা) (৩৪)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে মাদক ব্যবসা করতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগের একটি দল সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে ১৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একজন পলাতক রয়েছে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।