ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ইউনিলিভারের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৫:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ২৫ Time View

গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন গাজীপুরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।

শ্রমিকরা বলেন, আমাদের সরাসরি ইউনিলিভার কোম্পানির প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ দিতে হবে, কোম্পানির নিয়ম কানুন সংষ্কার করে বৈষম্যহীন নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে, বেতন বোনাস বৃদ্ধি করতে হবে, চাকুরী নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নীতিমালা করতে হবে, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি দিতে হবে এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে।

গাজীপুরে কর্মরত জুনিয়র সেলস অফিসার হারুন অর রশিদ বলেন, আমরা সারাদেশে ৪৫ হাজার শ্রমিক কাজ করি। ইউনিলিভার দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও আমরা আমাদের রাজ্যপাল ও শ্রমিক পাচ্ছিনা। তাই আমাদের দাবি যদি না মানা হয় তবে আমরা দাবি আদায়ের লক্ষ্যে একযোগে সারাদেশে কর্মবিরতি পালন করব এবং নিত্যপূর্ণ সামগ্রী সরবরাহ বিতরণ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হবো। মানববন্ধনে গাজীপুরে কর্মরত ইউনিলিভার লিমিটেড কোম্পানির শ্রমিকরা উপস্থিত ছিলেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ইউনিলিভারের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৫:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন গাজীপুরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।

শ্রমিকরা বলেন, আমাদের সরাসরি ইউনিলিভার কোম্পানির প্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ দিতে হবে, কোম্পানির নিয়ম কানুন সংষ্কার করে বৈষম্যহীন নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে, বেতন বোনাস বৃদ্ধি করতে হবে, চাকুরী নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নীতিমালা করতে হবে, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি দিতে হবে এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে।

গাজীপুরে কর্মরত জুনিয়র সেলস অফিসার হারুন অর রশিদ বলেন, আমরা সারাদেশে ৪৫ হাজার শ্রমিক কাজ করি। ইউনিলিভার দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও আমরা আমাদের রাজ্যপাল ও শ্রমিক পাচ্ছিনা। তাই আমাদের দাবি যদি না মানা হয় তবে আমরা দাবি আদায়ের লক্ষ্যে একযোগে সারাদেশে কর্মবিরতি পালন করব এবং নিত্যপূর্ণ সামগ্রী সরবরাহ বিতরণ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হবো। মানববন্ধনে গাজীপুরে কর্মরত ইউনিলিভার লিমিটেড কোম্পানির শ্রমিকরা উপস্থিত ছিলেন।

নওরোজ/এসএইচ