ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামলা চালিয়ে ৪ সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ১৮৮ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চারজন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ওই হামলায় মোট ১৯ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই হামলা চালানো হয়। নিহতরা হলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হোসাম আল মাসরি, আল-জাজিরার ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা, মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক মরিয়াম আবু দাকা, মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তাহা।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে।

রয়টার্স জানায়, আল মাসারি রয়টার্সের হয়ে কাজ করছিলেন। হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন তিনি। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

 

Please Share This Post in Your Social Media

গাজায় হামলা চালিয়ে ৪ সাংবাদিককে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চারজন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ওই হামলায় মোট ১৯ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই হামলা চালানো হয়। নিহতরা হলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক হোসাম আল মাসরি, আল-জাজিরার ফটোসাংবাদিক মোহাম্মদ সালামা, মার্কিন বার্তা সংস্থা এপির সাংবাদিক মরিয়াম আবু দাকা, মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তাহা।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে।

রয়টার্স জানায়, আল মাসারি রয়টার্সের হয়ে কাজ করছিলেন। হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন তিনি। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।