ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ আ.লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট করেছে: সারজিস আলম চাঁদ দেখা গেছে , সৌদিতে ঈদ ৬ জুন ১৯ বছর পর পাকিস্তানিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই : মোদি মাতারবাড়ি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগে কোনো দলমত দেখা হয়নি: ড. ওয়াহিদউদ্দিন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুবি সাকা চৌধুরী কিংবা সাঈদী এভাবেই ফিরে আসতে পারতেন: সারজিস

গাজায় স্কুলে বোমা হামলা, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৮৮ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ।

সোমবার (২৬ মে) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং একাধিক শিশু। মাত্র ১১ বছর বয়সি গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন নিহতের তালিকায়।

এ ছাড়া যথাযথ ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী গাজায় পরিপূর্ণভাবে প্রবেশ করতে না দেয়ায় অপুষ্টিতে মারা যাচ্ছে উপত্যকার বহু শিশু। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৭০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

এমন পরিস্থিতিতে স্পেন বিশ্বকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণও জানিয়েছে দেশটি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজার ফাহমি আল-জারজাউই স্কুলটি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের জন্য একটি “কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র” ছিল।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘স্কুলে পরিণত হওয়া আশ্রয়কেন্দ্রটি সন্ত্রাসীরা ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সৈন্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছিল।’

কমপক্ষে ৩০ জনকে হত্যা এবং পুড়িয়ে মারা সত্ত্বেও বিবৃতিতে বলা হয়েছে , ‘বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

গাজায় স্কুলে বোমা হামলা, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফাহমী-আল-জারজাভী স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ।

সোমবার (২৬ মে) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন দুজন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং একাধিক শিশু। মাত্র ১১ বছর বয়সি গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছেন নিহতের তালিকায়।

এ ছাড়া যথাযথ ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী গাজায় পরিপূর্ণভাবে প্রবেশ করতে না দেয়ায় অপুষ্টিতে মারা যাচ্ছে উপত্যকার বহু শিশু। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৭০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

এমন পরিস্থিতিতে স্পেন বিশ্বকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণও জানিয়েছে দেশটি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজার ফাহমি আল-জারজাউই স্কুলটি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের জন্য একটি “কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র” ছিল।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘স্কুলে পরিণত হওয়া আশ্রয়কেন্দ্রটি সন্ত্রাসীরা ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং সৈন্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছিল।’

কমপক্ষে ৩০ জনকে হত্যা এবং পুড়িয়ে মারা সত্ত্বেও বিবৃতিতে বলা হয়েছে , ‘বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’