প্রতিবাদে সরব রংপুর
গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

- Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৫ Time View
পশ্চিমা বিশ্বের মদদে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ জনগণ ও শিক্ষার্থী।
বুধবার ( ৯ এপ্রিল) বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ জনগণ ও শিক্ষার্থীর ব্যানারে। এতে অংশ নেন স্থানীয় ওলামা-মাশায়েখ, ইসলামিক স্কলার এক্টিভিষ্ট, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রতিবাদ সমাবেশ থেকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর ন্যাক্কারজনক হামলা ও গণহত্যার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে পশ্চিমা বিশ্বের ভূ-রাজনৈতিক কৌশল এবং পাতানো ফাঁদ থেকে মুসলিম বিশ্বকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হবার আহ্বান করেন সাধারণ জনতা ও শিক্ষার্থীরা।
সমাবেশে ইসলামিক স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান, বাংলাদেশ ইসলামী আন্দোলন রংপুর মহানগর সেক্রেটারী মো. আমিরুজ্জামান পিয়াল, আহলে সুন্নত ওয়াল জামাতের সংগঠক হাফেজ মওলানা মোহাম্মদ আবু ঈসা, জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার শিক্ষক আরশাদ ইদ্রিস, আস সাহাবা ফাউন্ডেশনের সদস্য ইজতিহাদ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার সংগঠন যুগ্ম আহবায়ক ইমতিয়াজ, শিক্ষার্থী আবু সালেহ মুহিত, শিহুরুল ইসলাম স্বরণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় একের পর এক নারকীয় হত্যাযঞ্জ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মিশিয়ে দিতে সকল অনৈক্য ও ভেদাভেদ ভুলে সবার আগে মুসলিম বিশ্বকে জাগতে হবে। মুসলমানদের বৃহৎ আন্তর্জাতিক সংস্থা ওআইসিকে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে। মার্কিন মদদপুষ্ট ইসরায়েলকে শুধু শায়েস্তা নয় ধ্বংস করার এখনই সময়। নয়তো বিশ্ব মানবতা ও মুসলিম সম্প্রদায় একটা সময় কোনঠাসা হয়ে পড়বে।
সাধারণ ছাত্র-জনতা বলেন, ১৯৪৮ সালে বেলফোর ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনে যে নিধনযজ্ঞ শুরু করেছিল, তার চূড়ান্ত পরিণতি আমরা ২০২৫ এসে দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের মানুষের বাস্তুভিটা ছাড়া করে মানবাধিকারের করব রচনা করা হয়েছে। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, বরং এটা একটি জঙ্গি সংগঠন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাতিয়ার। আজকে যেসব মুসলমান রাষ্ট্র নিরব রয়েছে, তাদের যদি ঘুম না ভাঙে তাহলে তাদেরকে একদিন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে গাজায় বর্বরোচিত ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ইসরায়েলি পণ্য বয়কট করাসহ মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুসহ তার বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ এবং ওআইসি নেতৃবৃন্দকে আইনগত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধে ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ স্লোগান দেন। তারা ফিলিস্তিনের পতাকাসহ ‘ফ্রি গাজা-ফ্রি প্যালেস্টাইন’ লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়