গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

- Update Time : ০৪:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৩ Time View
ফিলিস্তিনের গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুরের গণমাধ্যম কর্মীরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক সমাজ রংপুর।
মানববন্ধন থেকে গাজায় সাংবাদিক, শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানানো হয়। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মান্নান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাংবাদিক রেজাউল ইসলাম মানিক, রিপোর্টাস ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের আহবায়ক আলী হায়দার রনি, রিপোর্টাস ইউনিটি রংপুরের সভাপতি শরিফা শিউলি, জাকির হোসাইনসহ অন্যান্য সাংবাদিক। সঞ্চালনা করেন সাংবাদিক ফখরুল শাহীন।
সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক বলেন, গাজায় যে গণহত্যা চলছে, তা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। বিশ্বের সকল গণহত্যাকে হার মানিয়েছে। মানবধিকার লঙ্ঘন বিষয়ে তারপরও বিশ্বমোড়ল রাষ্ট্র চুপ রয়েছেন। কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে ইসরাইলকেই প্রশ্রয় দিচ্ছেন।
সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মান্নান বলেন, ফিলিস্তিনের গাজার ঘটনায় ইসলামী রাষ্ট্র ও ওআইসি কেন চুপ আছে, বোধগম্য হচ্ছে না। এখনই সময় তাদের এগিয়ে আসা এবং গাজাকে রক্ষা করা।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াতক আলী বাদল বলেন, গাজায় নির্বিচারে সাংবাদিক, শিশুসহ গণহত্যা চালানো হচ্ছে। আমাদের দেশ এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে দীর্ঘবছর ধরে। আজকে রংপুরের সাংবাদিকসমাজও এই গণহত্যার প্রতিবাদে মাঠে নেমেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধে বিশ্ববাসী এক হয়ে পদক্ষেপ গ্রহণ করুক এবং সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক আইনে ইসরাইলকে বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তৌহিদ বাবলা, দৈনিক মায়াবাজার পত্রিকার সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, সাহিত্য সম্পাদক এস এম শহীদুল ইসলাম, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপনসহ রংপুরের প্রায় সকল সংগঠনের সাংবাদিকসদস্যবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়