ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড মাদক বিরোধে যুবক খুন, অভিযানে মিললো ৯ কোটি টাকার মাদক নারায়ণগঞ্জে ধর্ষণ-হত্যা মামলা তুলে না নেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬ ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি

গাজায় বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ২৩৬ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

গত শনিবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর— গাজাকে লক্ষ্য করে টানা তিনদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

একসঙ্গে পরিবারের ১৯ সদস্যকে হারানো ৫৭ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধ নাসের আবু কুতা বার্তাসংস্থা এপিকে বলেছেন, তার চারতলা বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল।

ওই সময় বাড়িতে নারী ও শিশুরা ছিল। তিনি জানিয়েছেন, হামলার আগে তাকে কোনো সতর্কতাবার্তা দেওয়া হয়নি।

গাজায় কোনো ভবনে হামলা চালানোর আগে ইসরায়েল সাধারণত আগেই সতর্কতা দেয় এবং বাসিন্দাদের সরে যেতে বলে।

নাসের আবু কুতা জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল, তার এক প্রতিবেশীর বাড়িতে বোমা হামলা চালানো হবে।

কিন্তু সেই বাড়ির বদলে তার বাড়িতে বোমা ফেলা হয়। এতে তার স্ত্রী ও ভাই-বোনসহ পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

এছাড়া ওই বোমার আঘাতে নাসের আবু কুতার পাঁচ প্রতিবেশীও নিহত হয়েছেন। হামলার সময় তারা পাশে অবস্থান করছিলেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, হামাসের হামলার পর গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজায় অব্যাহত এ বোমা হামলার বিষয়টি স্থল হামলার অংশ হিসেবে মনে করা হচ্ছে। প্রথমে বোমা হামলা চালিয়ে গাজার বিভিন্ন ভবন ধসিয়ে দেওয়ার পর সেখানে ইসরায়েল সেনাদের পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন সাতশরও বেশি ইসরায়েলি।

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

গাজায় বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

গত শনিবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর— গাজাকে লক্ষ্য করে টানা তিনদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

একসঙ্গে পরিবারের ১৯ সদস্যকে হারানো ৫৭ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধ নাসের আবু কুতা বার্তাসংস্থা এপিকে বলেছেন, তার চারতলা বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল।

ওই সময় বাড়িতে নারী ও শিশুরা ছিল। তিনি জানিয়েছেন, হামলার আগে তাকে কোনো সতর্কতাবার্তা দেওয়া হয়নি।

গাজায় কোনো ভবনে হামলা চালানোর আগে ইসরায়েল সাধারণত আগেই সতর্কতা দেয় এবং বাসিন্দাদের সরে যেতে বলে।

নাসের আবু কুতা জানিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল, তার এক প্রতিবেশীর বাড়িতে বোমা হামলা চালানো হবে।

কিন্তু সেই বাড়ির বদলে তার বাড়িতে বোমা ফেলা হয়। এতে তার স্ত্রী ও ভাই-বোনসহ পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।

এছাড়া ওই বোমার আঘাতে নাসের আবু কুতার পাঁচ প্রতিবেশীও নিহত হয়েছেন। হামলার সময় তারা পাশে অবস্থান করছিলেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, হামাসের হামলার পর গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজায় অব্যাহত এ বোমা হামলার বিষয়টি স্থল হামলার অংশ হিসেবে মনে করা হচ্ছে। প্রথমে বোমা হামলা চালিয়ে গাজার বিভিন্ন ভবন ধসিয়ে দেওয়ার পর সেখানে ইসরায়েল সেনাদের পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন সাতশরও বেশি ইসরায়েলি।

সূত্র: এপি