গাজায় গণহত্যার প্রতিবাদে পৃথকভাবে বাকৃবি ছাত্রদলের দুই গ্রুপের কর্মসূচি

- Update Time : ০৯:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১৮ Time View
ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের দুটি গ্রুপ। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘স্টপ জেনোসাইড ইন গাজা’র অংশ হিসেবে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে তারা এই কর্মসূচিতে অংশ নেয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান খানও উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
অন্যদিকে একই দিন বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ ভাস্কর্যের সামনে ছাত্রদলের অপর একটি গ্রুপ অবস্থান কর্মসূচি পালন করে। এই কর্মসূচির নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান বলেন, মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান,যে স্থান থেকে মহানবী সাঃ মিরাজে গিয়েছিলেন মসজিদুল আল-আকসা, গাজা এবং রাফাতে ইসরাইলের বর্বরোচিত যে হামলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। শুধু এই হামলা নয় বিশ্বের যে কোন স্থানে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে ছাত্রদল বাকৃবি শাখার অবস্থান সুস্পষ্ট।
তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন গতকাল যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে এবং দাজ্জাল ইসরাইল নামীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিপক্ষে অবস্থা নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ঠিক সেই সময়ে বাকৃবি শিক্ষার্থীদের আবেদন ও আহবানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দ্বিধায় কোকাকোলা পানীয় বিতরণ করেছে। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্কতা ও সংবেদনশীলতা নিয়ে কাজ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানাচ্ছি।
অন্যদিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, যুদ্ধ বিরতি আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়