গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহী যুবকের মৃত্যু

- Update Time : ০৮:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৭ Time View
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে এক সিএনজি চালিত অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত খায়রুল মোস্তফা (২৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা ওমর ফারুকের ছেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন রাত ৮াটর দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কের পাশে নাসিরের স-মিলের মেইলের ফেলে রাখা গাছের গুঁড়ির সাথে সিএনজির চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি আরোহী মোস্তফা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে রাত ১টার দিকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি।