গাইবান্ধার ফুলছড়িতে ক্লাইমেট স্মার্ট শেডের উদ্বোধন

- Update Time : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৮৮ Time View
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দেশী মুরগীর উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট শেড নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) চন্দিয়া গ্রামসহ কয়েকটি এলাকায় ৫৬ টি পিজি সদস্যদের মাঝে এই ক্লাইমেট স্মার্ট শেড হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে ও এলডিডিপি প্রকল্পের আওতায় দেশী মুরগীর মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৫৬ টি মুরগীর টি-শেড নির্মাণ করা হয়েছে।
মুরগীর প্রতিটি শেডে ২০-২৫টি মুরগী পালন করা যাবে। এতে করে পরিবেশ বান্ধব শেডে মুরগী পালনে রোগ বালাই কমবে, ফলে মুরগীর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
দেশী মুরগী হতে উৎপাদিত ডিম ও মাংস পারিবারিক পুষ্টি চাহিদা মেটাবে এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে অগ্রণী ভূমিকা পালন করবে।
ঘর হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.উম্মে নুজহাতুল জান্নাত প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, মুরগীর জন্য আধুনিক বাসস্থান পরিচর্যার ক্ষেত্রে যেমন সুফল বয়ে আনবে তেমনি রোগ বালাই নির্মূলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাইমেট শেড বিতরণে খামারীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।