গাইবান্ধার কাপাসিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

- Update Time : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২৯ Time View
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে প্রবীণ রাজনৈতিক ব্যক্তি খাজা মিয়ার সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আঃ রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, উপজেলা যুবদলের আহবায়ক আঃ রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কেউ ঢুকে না যেতে পারে। বিএনপির একজন আদর্শিক কর্মী হতে হলে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই সদস্য হিসেবে গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়