গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ

- Update Time : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩৫ Time View
গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী পাশে রিফায়াতপুর গ্রামে মৃত মহিলার ১১ দিনের মজলিসের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় দুই থেকে আড়াইশো জন মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলাল হোসেনের বাড়িতে তার মৃত মায়ের আত্মার মাগফিরাত কামনায় ১১ দিনের মজলিসের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত অতিথিদের আটার ডাল পরিবেশন করা হয়। দাওয়াত শেষে রাতের দিকে অনেকেই পেটব্যথা, বমি ও তীব্র ডায়রিয়ার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে পরিস্থিতি খারাপ হলে আক্রান্তদের ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইবান্ধা সদর হাসপাতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রোগীদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। আক্রান্তদের স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কারও অবস্থা গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে খাবারে সমস্যা তৈরি হলো, তা খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে।