গাইবান্ধায় ভেড়ামারা ব্রিজের “মিনি জাফলং” খ্যাত স্থানকে পর্যটনকেন্দ্রের দাবি

- Update Time : ১১:১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ৪৮০ Time View
সাদা পাথরের মাঝে প্রবাহমান শীতল স্বচ্ছ জলরাশি। নদীর নীচ থেকে উপরে তাকালে দুই তীরকে দেখে মনে হবে যেন পাহাড়ের মধ্যে বহমান একটি ছোট নদী। প্রকৃতির এমন নয়নাভিরাম দৃশ্যের সম্প্রতি দেখা মিলেছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজের ঘাঘট নদীতে। প্রায় প্রতিদিনই কয়েকশত দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছে এখানে।
অনেক দর্শনার্থী এটিকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ের সাথে তুলনা করে রোমান্টিক জাফলং নাম দিয়েছে।
এদিকে বৈশাখের তীব্র তাপদাহে নদীর শান্ত , শীতল জলের ছোঁয়া নিতে রোমান্টিক জাফলং খ্যাত ভেড়ামারা ব্রীজের নিচে নেমে স্নান উৎসব মেতে উঠেছে তরুণ তরুণীরা। ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে আবরার ফাহাদ নামের এক কলেজ ছাত্র জানান, ফেসবুকে দেখি অনেকেই মিনি জাফলংয়ে গিয়ে ছবি তুলছে । বন্ধুদের নিয়ে আমরাও আজকে গোসল করতে চলে এসেছি । এখানকার পরিবেশটি সত্যি অসাধারণ।
আফসানা নামের আরেক দর্শনার্থী বলেন, গাইবান্ধায় খুব একটা দর্শনীয় স্থান নেই । সেখানে নতুন একটা পর্যটন কেন্দ্র প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, এটা আমাদের মতো ভ্রমন পিপাসুদের কাছে অনেক বড় ব্যাপার । প্রশাসনের উচিত গাইবান্ধার সম্ভাবনাময় এসব পর্যটন কেন্দ্র সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে কাজ করা।
সচেতনমহল বলছেন, গাইবান্ধার মধে এই জায়গায় পর্যটন কেন্দ্র গড়ে ওঠাতে পারলে মানুষের বিনোদনের জায়গায় নতুন মাত্রা যোগ হবে।