ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৯৮ Time View

“নদীর একুল গড়ে ও কুল গড়ে এইতো নদীর খেলা,সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যােবেলা” এই প্রতিপাদ্যের সাথে নদী এলাকার মানুষের সবসময় জানাশোনা।

তবে দীর্ঘদিন থেকে ভাঙ্গলেও কারও নজরে আসেনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজারের পূর্ব পাশের এলাকাটি। স্থানীয়রা জানান, ২০১৯ সাল থেকে অনেকবার আন্দোলন করেও এখন পর্যন্ত কোন সুফল বয়ে আসেনি বরং তীব্র ভাঙ্গনের ফলে হাজার একর জমিসহ প্রায় পৌনে ২ কিলোমিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে এখানকার মানুষজন নানামুখী সমস্যার মধ্যে পড়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভাঙ্গন কবলিত এলাকার লোকের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জানান, ১৩ নং শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম হতে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলী পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার পর্যন্ত দফায় দফায় তিস্তানদী ভাঙ্গনের শিকার হয়। দীর্ঘদিন থেকে ভাঙ্গন নিয়ে নানামুখী কর্মসূচি পালন করলেও আজ-অব্দি ভাঙ্গন রোধে নেয়া হয়নি কোন স্থায়ী পদক্ষেপ। আর কতদিন এমন ভাঙ্গন কষ্ট কাঁধে নিয়ে বয়ে বেড়াবে এখানকার লোকজন। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ আমাদের অবহেলিত এলাকার প্রতি সুদৃষ্টি দিলে এখানকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নায়েবে আমীর গাইবান্ধা জেলা শাখার মাজেদুর রহমান মাজেদ,শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম টিটন, বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ,সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আলম প্রমুখ।

মানববন্ধন শেষ হলে স্থানীয় নেতৃবৃন্দ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের সাথে যোগাযোগ করলে বিকেলে তিনি ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন পূর্বক ভাঙ্গন রোধকল্পে তাঁর সহয়তার কথা জানান স্থানীয়দের। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম , উপ-সহকারী প্রকৌশলী মোহন।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update Time : ০৪:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

“নদীর একুল গড়ে ও কুল গড়ে এইতো নদীর খেলা,সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যােবেলা” এই প্রতিপাদ্যের সাথে নদী এলাকার মানুষের সবসময় জানাশোনা।

তবে দীর্ঘদিন থেকে ভাঙ্গলেও কারও নজরে আসেনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজারের পূর্ব পাশের এলাকাটি। স্থানীয়রা জানান, ২০১৯ সাল থেকে অনেকবার আন্দোলন করেও এখন পর্যন্ত কোন সুফল বয়ে আসেনি বরং তীব্র ভাঙ্গনের ফলে হাজার একর জমিসহ প্রায় পৌনে ২ কিলোমিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে এখানকার মানুষজন নানামুখী সমস্যার মধ্যে পড়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ভাঙ্গন কবলিত এলাকার লোকের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জানান, ১৩ নং শ্রীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম হতে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলী পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার পর্যন্ত দফায় দফায় তিস্তানদী ভাঙ্গনের শিকার হয়। দীর্ঘদিন থেকে ভাঙ্গন নিয়ে নানামুখী কর্মসূচি পালন করলেও আজ-অব্দি ভাঙ্গন রোধে নেয়া হয়নি কোন স্থায়ী পদক্ষেপ। আর কতদিন এমন ভাঙ্গন কষ্ট কাঁধে নিয়ে বয়ে বেড়াবে এখানকার লোকজন। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ আমাদের অবহেলিত এলাকার প্রতি সুদৃষ্টি দিলে এখানকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নায়েবে আমীর গাইবান্ধা জেলা শাখার মাজেদুর রহমান মাজেদ,শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম টিটন, বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ,সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আলম প্রমুখ।

মানববন্ধন শেষ হলে স্থানীয় নেতৃবৃন্দ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের সাথে যোগাযোগ করলে বিকেলে তিনি ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন পূর্বক ভাঙ্গন রোধকল্পে তাঁর সহয়তার কথা জানান স্থানীয়দের। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম , উপ-সহকারী প্রকৌশলী মোহন।