গাইবান্ধায় চরে আপদকালীন প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন

- Update Time : ০৬:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৯২ Time View
চরাঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গাইবান্ধা সদর-০২ আসনের মাটি ও মানুষের নেতা শাহ সারোয়ার কবির এমপি। গাইবান্ধায় প্রতিবছর বন্যা বা আপদকালীন বিভিন্ন সময়ে মানুষের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী পাড়ের মানুষের হাহাকার যেন সেই সময় আকাশভারী করে।
চরাঞ্চলের মানুষের কথা ভেবে গাইবান্ধার সদর উপজেলাধীন কুন্দেরপাড়া চর এলাকায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে আপদকালীন প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন জনতার নেতা জনাব শাহ সারোয়ার কবির এমপি।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে তিনি এ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবীব তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর পওর সার্কেল-১, বাপাউবো, রংপুর, হাফিজুল হক নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা পওর বিভাগ, বাপাউবো, গাইবান্ধা, উপ-বিভাগীয় প্রকৌশলী শাফিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কামারজানির নেতা আজম,কামারজানি ইউডিসির উদ্যোক্তা মাহবুবুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, নদীগর্ভের হাত থেকে রক্ষা পেতে আমাদের জন্য কাজ করায় মাননীয় এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে কাজের মানের নিশ্চয়তায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা কামনা করছি।
এক বিশেষ বিবৃতিতে কামারজানির জনবান্ধন নেতা আজম জানান, আমাদের এমপি মহোদয়ের হাত ধরে উপজেলার মানুষের কল্যাণ সর্বোচ্চ হবে। তার মত নেতা পেয়ে আমরা সত্যিই ধন্য।
উল্লেখ্য, অত্র উদ্বোধনের সভাপতিত্ব করেন ১২ নং কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান।