গাইবান্ধায় কৃষিতে প্রণোদনা; কৃষকদের যোগাবে অন্যরকম প্রেরণা

- Update Time : ১০:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৪ Time View
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এ দেশের প্রধান আয়ের সিংহভাগ আসে কৃষিখাত থেকে। কৃষিতে প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন কৃষকদের মাঝে অন্যরকম প্রেরণা জোগায়।
গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে আউশের বীজ,সার এবং পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আউসের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয় ১৬৫৫ হেঃ এবং পাটের লক্ষ মাত্রা নিতন করা হয় ৯৫৫ হেঃ।
চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলায় আউস বীজ ও সার প্রায় ১৪৫০ বিঘা/জনকে প্রদান করা হয়, যেখানে আউশ বীজ-৫ কেজি,ডিএপি সার -১০ কেজি,পটাশ-১০ কেজি করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও পাট বীজ ও সার ৩০০ বিঘা/জন কৃষককে প্রদান করা হয়, যেখানে প্রত্যেক কৃষককে বীজ ১ কেজি,ড্যাপ ৫ কেজি ও পটাশ ৫ কেজি করে বিতরণ করা হয়। কৃষকরা নিজে উপস্থিত হয়ে সারিবদ্ধ ও সুষ্ঠুভাবে সার ও বীজ গ্রহণের দৃশ্য পরিলক্ষিত হয়।
খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়ার কৃষক খায়রুজ্জামান জানান, পাট বপনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি আমার উপযুক্ত জমি আছে কি না তা পরিদর্শন করেন। এরপর প্রণোদনার আওতাভুক্ত হই। আজকে এসে হয়রানি ছাড়া বপনের জন্য বীজ ও সার পেয়ে খুবই ভালো লাগতেছে৷
গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার জনাব মো: শাহাদৎ হোসেন জানান, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কাজ করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। কৃষি বন্ধব সরকার অত্র উপজেলায় ২০২৪ ২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমী আউস ১৪৫০জন ও পাট ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূলের সহায়তা প্রদান করেছে। এবারে সময়মত বীজ প্রাপ্তি ও বৃষ্টির ফলে মাটিতে জো এসেছে। তীব্র খরার সম্ভাবণাও নাই। ফলে সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ পাট বীজ বপন ও আউস বীজতলা তৈরিতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে কৃষকদের সকল ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদানে উপজেলা কৃষি অফিস সর্বদাই কৃষকদের পাশে থেকে কাজ করছে ভবিষ্যতে করবে।
সচেতনমহল বলছেন, হয়রানি ছাড়া কৃষক যখন প্রণোদনাসহ যাবতীয় সহযোগিতা পান তখন মনের আনন্দে ফসল উৎপাদনে মেতে ওঠেন। গাইবান্ধা সদর উপজেলার কৃষি অফিসের সঠিক সময়ে সঠিক পদক্ষেপে বলে দেয় কর্মক্ষেত্রে কতটা বিনয়ী। এমন চৌকস কৃষিবিদের হাত ধরেই কৃষি ও কৃষক একধাপ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়