গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করে নতুন মাত্রা আনছে জাককানইবি

- Update Time : ০৮:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১৬ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার শুরু হয়েছে। রোববার (২০ জুলাই ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা এবং সঞ্চালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার মোর্শেদ। এছাড়াও কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন গবেষণায় সক্রিয়, তেমনি অনেক শিক্ষার্থীও সুপারভাইজারের অধীনে গবেষণা কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তাদের অনুসন্ধিৎসু মন ভবিষ্যতে তাদের একজন বড় গবেষকে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “ময়মনসিংহ অঞ্চল সংস্কৃতি ও শিল্পে ঐতিহ্যবাহী। এই সেমিনারে যেসব গবেষণা উপস্থাপিত হচ্ছে, তার অনেকগুলোর বিষয়বস্তু সময়োপযোগী এবং তা ভবিষ্যতে নতুন নতুন তথ্য ও বিশ্লেষণ উপহার দেবে।”
সেমিনার চলাকালে গবেষণা প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা তাদের কাজের অগ্রগতি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।