গবেষণায় অনুদান পেলেন মাভাবিপ্রবির ২২ শিক্ষক

- Update Time : ০১:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৭০ Time View
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২২ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের অধীনে নির্বাচিত মোট ৬৬২টি গবেষণা প্রকল্পের তালিকায় মাভাবিপ্রবি থেকে ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের এই গবেষণা প্রকল্পগুলো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাকটেরিয়াল কনজুগেশন ইনহিবিটরস সংক্রান্ত গবেষণা, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ডায়াবেটিক বিরোধী চিউয়েবল ট্যাবলেট উন্নয়ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাকৃতিক রং ব্যবহার করে নাইলন ফেব্রিক ডাইং পদ্ধতি উন্নয়ন, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের পানি দূষণ বিষয়ক গবেষণা।
এছাড়াও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে অস্টিওপোরোসিস, লিউকেমিয়া, আর্সেনিক দূষণজনিত এবং ফুসফুস ক্যান্সার বিষয়ক চারটি প্রকল্প অনুদান পেয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্রেস্ট ক্যান্সার গবেষণা এবং রসায়ন বিভাগের ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়ন প্রকল্পও অনুদানের তালিকায় স্থান পেয়েছে।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার তার পানিদূষণ বিষয়ক গবেষণা সম্পর্কে বলেন, “বিগত অর্থবছরের গবেষণার ধারাবাহিকতায় এবারও আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা বরাদ্দ পেয়েছি। এই গবেষণার মাধ্যমে আমরা শিল্প ও পৌর বর্জ্যজল এবং তা গ্রহণকারী পৃষ্ঠজলের লক্ষ্যভিত্তিক বিশ্লেষণ করে ১,৪-ডাইঅক্সেন দূষণের উৎস নির্ণয় করতে সক্ষম হব বলে আশা করছি।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই গবেষণা অনুদান প্রাপ্তি প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের গুণগত মানকে আরও শক্তিশালী করবে এবং দেশের বৈজ্ঞানিক উন্নয়নে মাভাবিপ্রবির অবদানকে আরও বৃদ্ধি করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়