গণমানুষের প্রতিপক্ষ তারাই না ভোট চাচ্ছে যারা : আদিলুর রহমান খান
- Update Time : ০৬:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ১৮ Time View
স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে হ্যাঁ ভোট চাচ্ছেন। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছেন। এদেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন আমরা আশা করছি সম্পন্ন হবে। শান্তিপুর্ন ও উৎসবমুখর হবে। এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্ম ত্যাগকে সামনে রেখে সম্মতি দিবেন। তারা হ্যাঁ ভোট দিবেন। এসময় তিনি বাংলাদেশের মানুষ কে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহবান জানান।
স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে তিনি ১০ টায় রংপুরের আরডিএ ও তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায় কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন। এছাড়াও উপদেষ্টা মিঠাপুকুরে এলজিইডির সড়ক পরিদর্শন ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শানেরহাটে নির্মিত রাস্তা পরিদর্শন করবেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


















































































































































