ব্রেকিং নিউজঃ
গণত্রাণে মোট সংগ্রহ ১১ কোটি, ব্যয় ১ কোটি ৭৫ লাখ

নওরোজ ডেস্ক
- Update Time : ০৮:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৬ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের নগদ অর্থ হিসেবে মোট সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা। সংগৃহীত অর্থ থেকে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা।
বুধবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন ডেকে এই তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা জমা আছে। অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এক্ষেত্রে সরকারের দুর্যোগে মন্ত্রণায়ল এবং সেনাবাহিনীর সঙ্গে সমম্বয়ক করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুল কাদের, সানজানা আফিফা অদিতিসহ আরো কয়েকজন।
নওরোজ/এসএইচ