‘গণজোয়ার’ কনসার্ট হবে হাতিরঝিলে

- Update Time : ১২:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১ Time View
দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ফান্ড রাইজিং কনসার্টের আয়োজন করছে বিভিন্ন সংস্থা। ওপেন কনসার্টের পাশাপাশি টিকিটের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের জন্য এই আয়োজন করা হচ্ছে। কনসার্টের আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান।
আগামী ১৮ সেপ্টেম্বর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে তারা ‘গণজোয়ার’ শিরোনামে কনসার্টটি করবেন।কনসার্টের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা ও কম্বো প্যাকেজ ১ হাজার টাকা।
ম্যাভিক্স গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টস্থল থেকে এনজিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। সেই অর্থ এই এনজিওটির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও খামারিদের মধ্যে বিতরণ করা হবে। তাই কনসার্টে আসতে সবাইকে আহ্বান জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করবে। যাদের মধ্যে রয়েছে নেমেসিস, ক্রিপটিক ফেইট, এভয়েড রাফা, বে অব বেঙ্গল ও কনক্লুশন ব্যান্ড পারফর্ম করবে। এ ছাড়া সিঙ্গেল পারফরম্যান্স করবে এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং।
এর আগে বন্যার্তদের সহায়তায় কার্যকর ভূমিকা রেখেছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়