ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায় – ডিএমপি কমিশনার

তামিম খান (স্পোর্টস রিপোর্টার)
  • Update Time : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান বলেছেন, খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়।

গত শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।

ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস। অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।

ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্ মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম, রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায় – ডিএমপি কমিশনার

তামিম খান (স্পোর্টস রিপোর্টার)
Update Time : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান বলেছেন, খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়।

গত শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।

ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস। অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।

ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস্ মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম, রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত ছিলেন।