খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নড়াইলের জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ

- Update Time : ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ২৭৩ Time View
আগামি ১৩ নভেম্বর খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইলে সভা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ‘আগামী ১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।
ওই জনসভা সফল করার লক্ষ্যে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভা সফল করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আরোও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা নির্মল কুমার চ্যার্টাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সঞ্চিতা হক রিক্তা, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন বশির, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম প্রমুখ।