খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

- Update Time : ০৮:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৮ Time View
শেখ হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করার দাবি জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (১ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে সাংবাদিক মনে করেন না বলে উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না!
তিনি আরও লেখেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।
উল্লেখ্য, এর আগে সচিবালয়ে জুলাই গণহত্যা নিয়ে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টাকে বিব্রতকর প্রশ্ন করতে দেখা গেছে বেসরকারি দুই টেলিভিশনের সিনিয়র দুই জনকে। যাদের এক জনকে ইতিমধ্যে চাকরিচ্যুত ও অন্য জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে পালিয়ে রয়েছেন। কিন্তু ভারতে পালিয়ে থেকেও বিভিন্ন মাধ্যমে নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতার পরিস্থিতি তৈরির অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়