খুচরা বিক্রেতারা গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাহিরে মাদক সম্রাজ্ঞী রাশিদা

- Update Time : ১১:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ৩০২ Time View
গাজীপুরের টঙ্গীতে মাদকের আখড়াখ্যত বিভিন্ন এলাকার মধ্যে অন্যতম এলাকা হচ্ছে এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ড এলাকা।
টঙ্গী পূর্ব থানার আওতাভুক্ত এই এরশাদ নগর এলাকা থেকে প্রায়ই মাদক সহ বিভিন্ন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
যাদের কে গ্রেফতার করা হয় এর মধ্যে অধিকাংশই মাদকের খুচরা বিক্রেতা। ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায় ডিলাররা, যারা নিয়ন্ত্রণ করেন মাদকের পুরো সিন্ডিকেট।
এর মধ্যে গাজীপুর টঙ্গীর অন্যতম একজন মাদক সম্রাজ্ঞী হচ্ছে রাশিদা বেগম। নিজেকে আড়ালে রেখে প্রায় ১ দশক ধরে নির্দ্বিধায় গাজা, ইয়াবার ব্যবসা করে যাচ্ছেন। মাদকের টাকায় গড়েছেন ৩ তলা ভবন। ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও গত ১২ জানুয়ারি রাতে ১৪ কেজি গাজা সহ গ্রেফতার হন রাশিদা বেগম। এর পরই আলোচনায় উঠে আসে তার নাম।
স্থানীয়রা জানান, ১ নং ব্লক এলাকার রবু মিয়ার স্ত্রী রাশিদা বেগম দীর্ঘ সময় ধরে মাদকের ব্যবসা করে যাচ্ছে, এদের কেউ প্রতিবাদ করলে এর চরম মাশুল দিতে হয় তাদের। তারা আরও জানান র্যাব ১ এরশাদ নগর বড় বাজার থেকে কয়েকমাস আগে ৫০ কেজি গাঁজা সহ কয়েক জন মাদক কারবারি গ্রেফতার হয়, কিন্তু পালিয়ে যায় রাশিদা।
স্থানীয়রা দ্রুতই রাশিদাকে গ্রেফতার এর দাবি জানিয়েছেন।