খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৮:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ১২ Time View
রাজধানীর পশ্চিম রামপুরায় খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রামপুরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।
এরপর বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুর উদ্দিন হায়দারের মেয়ে নিনা আলম।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুপুর দেড়টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আজহারুল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা নাহিদ। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন বেগম।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়