খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে দোয়া মাহফিল
- Update Time : ১০:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১০ Time View
গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে তুমলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আখন্দ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অনিল লিউ কস্তা, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক জিএস সাদেকুর রহমান কমল প্রমূখ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি লুৎফুন নাহর লতা, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান কামাল, মো. ইব্রাহিম, মো. হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন যুবদল নেতা মারুফ, নুর আলম খান, রুহুল মীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা তিনার রোগমুক্তির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান করেন।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থাণীয় সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।





















































































































































































