ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি
  • Update Time : ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ Time View

বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ , ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক।

এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সমবেত হয়েছি। তাঁর শারীরিক অবস্থার যেন দ্রুত উন্নতি হয় এবং তিনি সুস্থ হয়ে আবারও দেশ ও গণতন্ত্রের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এটাই আমাদের একমাত্র প্রার্থনা। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নামাজের পর ব্যক্তিগতভাবেও মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া করবেন। এই মহতী দোয়ার আয়োজন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি
Update Time : ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ , ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক।

এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সমবেত হয়েছি। তাঁর শারীরিক অবস্থার যেন দ্রুত উন্নতি হয় এবং তিনি সুস্থ হয়ে আবারও দেশ ও গণতন্ত্রের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এটাই আমাদের একমাত্র প্রার্থনা। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নামাজের পর ব্যক্তিগতভাবেও মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া করবেন। এই মহতী দোয়ার আয়োজন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।