খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ

- Update Time : ১০:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৫ Time View
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
রবিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন অলি আহমদ। সাড়ে ৮টায় দিকে ফিরোজা থেকে বের হন তিনি।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
এর আগে দীর্ঘ ৪ মাস লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে গত ৫ জানুয়ারি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ।