খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি
- Update Time : ১০:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৩ Time View
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশের এই অন্যতম শীর্ষ জননেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
মমতা ব্যানার্জি তার বার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং তার অসংখ্য রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশের একজন প্রভাবশালী নারী নেত্রীর বিদায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই শোকবার্তা দুই বাংলার মানুষের আবেগের প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’ এর মাধ্যমে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও জননেত্রী হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ‘আপসহীন নেত্রী’। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃত্বের পক্ষ থেকে শোকবার্তা আসার ধারা অব্যাহত রয়েছে।
মমতা ব্যানার্জির শোকবার্তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
এ ছাড়াও ২০১৫ সালে বাংলাদেশ সফরকালে বেগম জিয়ার সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, সেই স্মৃতিও শ্রদ্ধাভরে স্মরণ করেন মোদি। ভারতের শীর্ষ এই দুই রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আসা শোকবার্তা প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অনন্য ও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভোগার পর মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই মহীয়সী নেত্রীর মহাপ্রয়াণ ঘটে। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই ঢাকার ভারতীয় হাইকমিশনসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলো শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করছে।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শোক জানান মোদি।
মোদি তার শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে।
মোদি তার শোকবার্তায় প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করুন এবং তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দিন।




































































































































































































